কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ব্রাজিল। টাইব্রেকারে সেলেকাওদের ৪-২ গোলে হারিয়ে বাজিমাত করল উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসার মগজাস্ত্রের কাছে হার মানতে হল ব্রাজিলকে।
সেমিফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। গ্যালারিতে বসে দলের হার দেখলেন তিনি। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল ছিল গোলশূন্য। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী এক্সট্রা টাইম বা অতিরিক্ত সময়ের খেলা হয়নি৷ সরাসরি টাইব্রেকারে বাজিমাত করলেন বিয়েলসার ছেলেরা।
গোটা ম্যাচেই তেমন নজরকাড়া ফুটবল খেলতে পারেননি এন্ড্রিক, পাকেতারা। উরুগুয়ের রক্ষণ ভাঙতেই পারেনি তরুণ ব্রাজিল টিম৷ ব্রাজিলের খেলায় দেখা যায়নি জোগো বোনিতোর ঝলক। অন্যদিকে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যে চমৎকার ফুটবল খেলে সেমি ফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে।