কাতারের দল নিয়েই আমেরিকায় বিশ্বজয়ী আর্জেন্টিনা। শনিবার গুয়েতেমালার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পরেই কোপার দল ঘোষণা করছেন মেসিরা। ২৬ জনের দলে রাখা হয়েছে আলেসান্দ্রো গারানচোকে। যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলতেন। ২০২৬ বিশ্বকাপের আগে হয়তো এটাই শেষ কোপা হতে চলেছে অধিনায়ক লিওনেল মেসির।
গুয়েতেমালার বিরুদ্ধে তাঁর ফিটনেস দেখার জন্য পুরো ৯০ মিনিট মেসিকে মাঠে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ লিও স্কালোনি। দলে রাখা হয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়াকেও। এটা হয়তো তাঁরও শেষ কোপা আমেরিকা।
ভারতীয় সময় ২১ জুন কোপার অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনা খেলবে দুর্বল কানাডার বিরুদ্ধে।