শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) লক্ষ করে 'জয় শ্রীরাম' ধ্বনি তুললেন দর্শকদের একাংশ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসার সময় (IND vs PAK) মহম্মদ রিজওয়ানকে উদ্দেশ্য করে ওই ধ্বনি দিচ্ছেন বহু দর্শক। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (Social media platform X) পোস্টও করেন নেটিজেনরা। একজন লেখেন- 'আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় মহম্মদ রিজওয়ানকে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন দর্শকরা। এর নেপথ্যের কারণ?'
আরও পড়ুন: ম্যাচ ঘোরালেন বোলাররা, আমেদাবাদের পাকিস্তানকে হারিয়ে বুমরাদের প্রশংসায় রোহিত
উল্লেখ্য, শনিবার আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে ৪৯ রানের একটি ইনিংস খেলেন রিজওয়ান। ম্যাচটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ম্যাচের ১১৭ বল বাকি থাকতেই জয়লাভ করে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জয়ের পর বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সব মিলিয়ে পাকিস্তানকে মোট অষ্টমবার হারাল ভারত।