অর্থলগ্নি সংস্থার দুর্নীতিতে এবার নাম জড়াল টেনিনস তারকা সানিয়া মির্জার (Sania Mirza)। তেলাঙ্গানার ‘কিউনেট’ ওই সংস্থার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ উঠেছে । আর ওই সংস্থারই বিজ্ঞাপনের মুখ ছিলেন সানিয়া । তাঁকে দেখে প্রচুর মানুষ সেখানে টাকা রেখেছিলেন বলে অভিযোগ । ইতিমধ্যেই ইডির কাছে সানিয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ জমা পড়েছে বলে খবর ।
‘কিউনেট’ সংস্থার নামে অভিযোগ, তারা দেশ থেকে মালয়েশিয়ায় টাকা পাচার করেছে । ফলে বহু মানুষের লোকসান হয়েছে । তাঁদের হয়েই লড়াই করছে ‘ফিনান্সিয়াল ফ্রডস ভিক্টিমস ওয়েলফেয়ার লিমিটেড’ নামের একটি এনজিও । তাদের অভিযোগ, ওই অর্থলগ্নি সংস্থা থেকে সুবিধা নিয়েছেন সানিয়া । সংস্থার প্রচারে বিদেশ গিয়েছেন, যাতায়াত, হোটেল ভাড়া, প্রচারের জন্য টাকা নিয়েছেন । তাই সানিয়ার বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিৎ । অভিযোগ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানিয়ার ।
আরও পড়ুন, Sania Mirza: বিচ্ছেদ-গুঞ্জনেও কি কাছাকাছি সনিয়া-শোয়েব! কীভাব কাটালেন ১৪ বছরের বিবাহবার্ষিকী?
কিউনেট সংস্থার বিরুদ্ধে ৩০ টি যে অভিযোগ রয়েছে, তার বেশ কয়েকটির তদন্ত করছে ইডি । তবে এখনও তা প্রাথমিক স্তরে রয়েছে । সানিয়ার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ইডি কী পদক্ষেপ করে, সেটাই দেখার ।