কে GOAT, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম, তাই নিয়ে তর্ক বিতর্কের অবসান হয়নি। অথচ আয়ের নিরিখে মেসিকে বেশ কয়েক গোল দিয়ে ফেলেছেন রোনাল্ডো। সম্প্রতি যোগ দিয়েছে সৌদির আল নাসর ক্লাবে, বিপুল অর্থের বিনিময়ে। কত সেই অর্থের পরিমাণ, প্রকাশ্যে এসেছে তা। হিসেব বলছে, মেসি-নেইমারের মিলিত আয়কে টেক্কা দিচ্ছ রোনাল্ডোর আয়।
আল নাসেরে রোনাল্ডোর মোট আয় ১৭৭ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় (Indian Rupees) প্রায় ১৭৬৪ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ৮৭০ টাকা। অন্যদিকে পিএসজিতে মেসির আয় ১০৭ মিলিয়ন ইউরোর কাছাকাছি। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৬৭ কোটি ৩১ লক্ষ ৯৮ হাজার ১৮৬ টাকা। এদিকে পিএসজিতে নেইমারের রোজগার প্রায় ৭০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯৮ কোটি ১ লক্ষ ২০ হাজার টাকা। অর্থাৎ মেসি এবং নেইমারের (Neymar) যৌথ বেতনের প্রায় কাছাকাছি আয় একা সিআর সেভেনের।
মঙ্গলবার সিআর৭-কে স্বাগত জানাল সৌদি আরবের আল-নাসের ক্লাব। শুধু ক্রিশ্চিয়ানোর কথা মাথায় রেখে ঢেলে সাজানো হচ্ছে সৌদি আরবকে। রিয়াধের আল মুহম্মাদিয়াতে বিলাসবহুল আটটি শয়নকক্ষের বিশাল ম্যানসনে রাখার ব্যবস্থা করা হয়েছে রোনাল্ডোকে। ব্যক্তিগত সুইমিং পুল-আন্তর্জাতিক মানের স্কুল- চোখ ধাঁধানো রেস্তোরাঁ, ক্লিনিক-শপিং মল-জিম সবই থাকছে রোনাল্ডোর বাড়ির কম্পাউন্ডে।