মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। কখনও বিপক্ষ দলের সমর্থকদের ওপর বিরক্ত হয়ে, কখনও বা অন্য কোনও কারণে। এ বার নিজের দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ পর্তুগিজ তারকা। সৌদি আরবে কিংস কাপের সেমিফাইনালে হেরে গেল আল নাসের। প্রতিপক্ষ আল ওয়েহদায় খেললেন মাত্র ১০ জন। তবু ম্যাচ জিতে নিল ১-০ গোলে।
প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ১-০। নিজের দলের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধেই রেগে যান সিআর সেভেন। ম্যাচ শেষের পরেও বেশি ক্ষণ মাঠে থাকেননি রোনাল্ডো। মুখে বিরক্তির ছাপ নিয়েই দ্রুত মাঠ ছাড়েন রোনাল্ডো।
৩৮ বছরের রোনাল্ডো এই বছরের শুরুতে সই করেছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। ১৩ ম্যাচে ১১টি গোল করেছেন রোনাল্ডো। কিন্তু কিংস কাপের সেমিফাইনালে হেরে কিংস কাপ থেকে ছিটকে গেল আল নাসের।