মানুষটার নাম যেহেতু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার পায়ের এক একটা গোল যে মহার্ঘ্য, তা তো আলাদা করে বলতে হয় না, কিন্তু ঠিক কতোটা দামি জানেন? ১২ কোটি! হ্যাঁ ! রোনাল্ডোর দ্বিতীয় পর্বে ম্যান ইউকে তাঁর প্রতিটি গোলের জন্য প্রায় ১২ কোটি টাকা খরচ করতে হয়েছে। ক্লাবের সঙ্গে সিআর সেভেনের সম্পর্ক শেষ হওয়ার পর সেই হিসেব সামনে এসেছে।
প্রতি সপ্তাহে প্রায় ৫ কোটি টাকার চুক্তিতে জুভেন্টাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেছিলেন রোনাল্ডো। এক বছর পাঁচ মাস পরেই ম্যাঞ্চেস্টার ছেড়েছেন রোনাল্ডো। পারিশ্রমিক বাবদ ৩১৭ কোটি টাকা পেয়েছেন। এক বছর পাঁচ মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোল করেছেন রোনাল্ডো। অর্থাৎ, তাঁর প্রতিটি গোলের জন্য প্রায় ১২ কোটি টাকা খরচ করতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
অন্যদিকে নিজের দেশের হয়ে ঘানার বিরুদ্ধে খেলতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন রোনাল্ডো। পেনাল্টি থেকে গোল করে ছিনিয়ে নিলেন পরপর পাঁচ বিশ্বকাপে গোল করার বেনজির রেকর্ড।