আশঙ্কাই সত্যি হল, ভারতের টেস্ট দল থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha)। তিনি ছাড়াও চেতেশ্বর পুজারা(Cheteswar Pujara), আজিঙ্কা রাহানে(Ajinkya Rahane) এবং ইশান্ত শর্মা(Ishant Sharma) বাদ পড়েছেন শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে।
দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বোর্ডের প্রধান নির্বাচক চেতন শর্মা(Chetan Sharma) ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তাঁর কথায়, 'ঋদ্ধিমানকে(Wriddhiman Saha) বাদ দেওয়ার পেছনে আলাদা কোনও কারণ নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি, আগামী দুটি টেস্টে ওদের চারজনকে সুযোগ দেওয়া হচ্ছে না। রঞ্জিতে(Ranji Trophy) খেলুক ওরা। রঞ্জির পারফরম্যান্সকেই আমরা প্রাধান্য দিচ্ছি।'
আরও পড়ুন- Indian Cricket Team: ঘোষিত হল ভারতের টেস্ট এবং টি২০ সিরিজের দল, প্রত্যাশামতোই বাদ রাহানে-পুজারা-ঋদ্ধি
কিন্তু ঋদ্ধিমান সাহা রঞ্জি(Ranji Trophy) মরসুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে চেতন জানান, 'কেন ঋদ্ধিমান(Wriddhiman Saha) রঞ্জিতে খেলবে না, সেটা আমি নয়, বাংলা ক্রিকেট সংস্থা(CAB) বলতে পারবে। আমরা প্রত্যেকেই রঞ্জি খেলার কথা বলে থাকি। কিন্তু দিনের শেষে খেলার সিদ্ধান্ত সেই ক্রিকেটার এবং তাঁর রাজ্য সংস্থার ওপরেই থাকে।'