ফিফার ব্যানে (FIFA banned India) বিধ্বস্ত ভারতীয় ফুটবল। কোনও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় কোনও দল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্লাব দলগুলি যাতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারে, সেই বিষয়ে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। শুক্রবার ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে ফিফা (FIFA) এবং এএফসির (AFC) কাছে আবেদন জানানো হয়েছে, গোকুলাম কেরালা এফসি এবং মোহনবাগানকে (Mohunbagan) যেন আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, ইতিহাসে প্রবেশ করলেন মনীষা কল্যাণ
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (FIFA) এই মুহূর্তে নির্বাসিত থাকায় নিয়মের জাঁতাকলে পড়ে গিয়েছে এটিকে মোহনবাগানও। ৭ সেপ্টেম্বর বাহরিনে এএফসি কাপের ম্যাচে খেলার কথা রয়েছে সবুজ-মেরুনের। অথচ, পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম্যাচে এটিকে মোহনবাগানের খেলা অনিশ্চিত। এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) খেলতে দেওয়া হোক, এমনটা জানিয়ে ফিফা ও এএফসিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইমেলও পাঠানো হয়। যার ফলে সবুজ-মেরুন সমর্থকরা প্রিয় দলকে এএফসি কাপে খেলতে দেখতে পাবেন,সামান্য হলেও এই আশাটুকু করা যায়।