১৬ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বার্বাডোজ থেকে দিল্লিতে এসে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে দেশে উদযাপনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই দীর্ঘ যাত্রাপথে কী কী করলেন বিশ্বকাপজয়ী ভারতের দলের খেলোয়াড়রা? BCCI-এর তরফে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানের ভিতরে বিশ্বকাপের ট্রফি সবার হাতে হাতে ঘুরছে। কেউ আবার পোজ দিয়ে ছবি তুলছেন কেউ আবার ট্রফিতে চুম্বনও করছেন। ঋষভ পন্থ ট্রফি হাতে নাচতেও শুরু করে দিয়েছিলেন। এছাড়াও, যশপ্রীত বুমরা ছেলেকে কোলে বসিয়ে ট্রফি দেখাতে থাকেন। অক্ষর প্যাটেল এবং মহম্মদ সিরজাও ট্রফি হাতে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে।
অন্যদিকে ভারতীয় টিমের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জার্সিতে খেলোয়াড়দের অটোগ্রাফ গ্রহণ করেন। অর্শদীপ সিং-এর সঙ্গেই ছিলেন তাঁর বাবা ও মা। তাঁদের সঙ্গে ছবি তোলেন ভারতীয় ওই ক্রিকেটার।