মাঠে একের পর রেকর্ড গড়েছেন কিং কোহলি। কিন্তু লেখাপড়ায় কেমন ছিলেন তিনি? এবার সেই তথ্যই ফাঁস করলেন বিরাট। সম্প্রতি নিজের দশম শ্রেণীর একটি মার্কশিট শেয়ার করেন বিরাট।
ক্যাপশনে লেখেন, মার্কশিটে যে বিষয়গুলির গুরুত্ব কম সেগুলিই আমাদের চরিত্রে সবথেকে গুরুত্ব পায়। সঙ্গে হ্যাশট্যাগ দেন #LetThereBeSport'। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি স্পোর্টস থাকাই যে জরুরি তা তুলে ধরেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
দিল্লির পশ্চিম বিহারের সেভিয়র কনভেন্ট স্কুলে পড়েছেন বিরাট। ২০০৪ সালে মাধ্যমিক পাশ করেছেন। দশম শ্রেণিতে মোট ৬টি বিষয় ছিল তাঁর। যার মধ্যে ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, গণিতে ৫১, বিজ্ঞানে ৫৫, সামাজিক বিজ্ঞানে ৮১ নম্বর পেয়েছিলেন।