ইমামি ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে বিদায় জানানো হল স্টিফেন কনস্ট্যান্টাইনকে। তাঁর জায়গায় দায়িত্বে এলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। মঙ্গলবারই নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু দলের দায়িত্বে ছিলেন এই স্প্যানিশ কোচ ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। তিনি সুনীলদের আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন। ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্টানটাইনকে বিদায়ের দিনেই কার্লোসের সঙ্গে দু’বছরের চুক্তি সারল লাল হলুদ দল।
উল্লেখ্য, ২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কোচিংজীবন শুরু কুয়াদ্রাতের। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রথম পর্বে ভারতে তাঁর কোচিংজীবন। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে এবং দেশের প্রথম ক্লাব হিসাবে এএফসি কাপের ফাইনালে ওঠে।
কে হবেন ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ? দৌড়ে ছিল বেশ কিছু নাম। এর মধ্যে ছিলেন এটিকের প্রাক্তন কোচ হাবাসও। মুম্বই সিটি এফসিকে চ্য়াম্পিয়ন করানো সের্গিও লোবেরা ছিলেন প্রথম পছন্দ। তাঁকে অবশ্য পেল না ইস্টবেঙ্গল।