বিশ্বজয় করে ঘরে ফিরছেন । অথচ বিমানবন্দরে স্তব্ধতা । নেই হাজার হাজার ক্যামেরা, নেই কোনও সমর্থক, না কোনও উল্লাস ... এমনকী, নিজের লাগেজ নিজেকেই বইতে হল অজি অধিনায়ককে । একেবারে সাদামাটাভাবেই ঘর ওয়াপসি হল প্যাট কামিন্সের । সম্প্রতি, সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওতে দেখা যাচ্ছে,বিমানবন্দরে সেরকম কেউ নেই । নিজেই লাগেজ টানছেন বিশ্বজয়ী অধিনায়ক । কয়েকজন আলোকচিত্রী শুধু ছবি তুললেন । বিমানবন্দরের শীর্ষ আধিকারিক এসে কামিন্সের সঙ্গে হাও মেলান । কোনও সংবর্ধনাই দেওয়া হল না তাঁকে । এমনকী, তাঁর লাগেজ টানার জন্যও কেউ ছিলেন না ।
ভারত হলে কিন্তু ছবিটা অন্য হত । অনেকে মনে করেছেন, ৯বার বিশ্বকাপ জয়ের পর, হয়তো অস্ট্রলিয়ার মানুষদের মধ্যে বিশ্বকাপ নিয়ে সেই উন্মাদনা নেই । সত্যিই কি তাই ? প্রশ্ন উঠছে ।