পিঠের চোট এখনও পুরোপুরি না সারায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা৷ একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, বুমরার চোট বেশ গুরুতর৷ তাই কোনও ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই৷ কেবল আইপিএল নয়, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচেও বুমরাকে পাবে না টিম ইন্ডিয়া।
আইপিএল থেকে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় চিন্তায় পড়তে হবে অধিনায়ক রোহিত শর্মা সহ মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টকে। আগামী অক্টোবর নভেম্বর মাসে বসবে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ সেখানে সম্পূর্ণ ফিট বুমরাকে চায় টিম ইন্ডিয়া। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরা। কিন্তু তাঁর মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবেই।
Lionel Messi: ক্লাব কেরিয়ারে ৭০০ গোল! নতুন নজির গড়লেন মেসি
পিঠের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন বুমরা। গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি বুমরা৷ তারপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে নেওয়া হয় তাঁকে। কিন্তু একটি ম্যাচ খেলেই ফের চোট পান তিনি।