তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ফের নস্যাৎ করে দিয়ে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং বললেন, দিল্লি পুলিশের তদন্তে যৌন হেনস্তার অভিযোগে তিনি দোষী প্রমাণিত হলে গলায় দড়িতে দিয়ে আত্মহত্যা করবেন।
সংবাদমাধ্যমের উদ্দেশে ব্রিজভূষণ বলেন, "প্রথমে ওঁদের (কুস্তিগীর) একরকম দাবি ছিল। তারপর আবার ওঁদের দাবি বদলে গেল। ওঁরা নিজেদের দাবি এবং ভাষা- দুই'ই ক্রমাগত বদলে চলেছেন। আমি এর আগেও বলেছিলাম যে, আমার বিরুদ্ধে এতগুলো অভিযোগের একটিও প্রমাণিত হলে আমি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ব। আমি এখনও আমার সেই বক্তব্যে অটল থাকছি"।
ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান বলেন যে, কে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ করছে, তা নিয়ে তিনি ভাবিত নন। কারণ, তিনি নিজেকে জানেন। তবে, দিল্লি পুলিশের তদন্ত রিপোর্টকে যে তিনি মেনে চলবেন, তেমন ইঙ্গিতও মিলল তাঁর কথায়।