প্রথমে টেস্ট সিরিজ। তারপর ওয়ানডে (ODI)। দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক সিরিজ হারে বিধ্বস্ত টিম ইন্ডিয়া (Team India)।
কেএল রাহুল এবং ঋষভ পন্থের দুর্দান্ত ব্যাটিংয়েও জয় এল না। অনন্য রেকর্ড গড়ে রাহুল দ্রাবিড়কেও এদিন পিছনে ফেলে দেন পন্থ। ভারতীয় উইকেটকিপার-ব্য়াটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ ৮৫ রান করলেন পন্থ (Rishabh Pant)। এর আগে ডারবানে ৭৭ রান করেছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁর অনবদ্য ইনিংসেও দলের জয় অধরাই রয়ে গেল। আত্মবিশ্বাসের সঙ্গে জয় পকেটে পুরে ফেলল হোম ফেভারিটরা। সেই সঙ্গে এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা।
একটি করে উইকেট তুলে নেন বুমরাহ, শার্দূল ও চাহাল। নেতৃত্বের দায়িত্ব ঝেড়ে ফেলার পরও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। পাঁচ বল খেলে শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। ৪০ রানে অপরাজিত থাকেন শার্দূল।