হাঁটুতে দীর্ঘদিনের চোট ছিল। অবশেষে অস্ত্রোপচার সারলেন বেন স্টোকস। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই বেনের কামব্যাক হতে পারে।
চোটের জন্য চলতি বছর IPL সিএসকে-র হয়ে খেললেও বল করেননি, সব মিলিয়ে চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। বিশ্বকাপে তাঁকে অবসর থেকে ফেরানো হলেও তিনি জ্বলে উঠতে পারেননি।
Param-Piya: Kiff-এর সঞ্চালকের দায়িত্বে নেই পরমব্রত, তাহলে কি খুব শিগগির পিয়ার সঙ্গে হানিমুন?
নিজের দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করেন বেন স্টোকস।