টেস্ট ক্রিকেটে আরও সময় দিতে চান। এবার সেই লক্ষ্যে স্থির থেকেই আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক তথা অলরাউন্ডার বেন স্টোকস। ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর লক্ষ্যে তিনি বিশ্রাম চান বলেও জানিয়েছেন স্টোকস।
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস। লাল বলের ক্রিকেটে নিয়মিত খেললেও, সাদা বলে খেলতে পারছিলেন না চোটের কারণে। তবে এক দিনের ক্রিকেটে ফিরে এসেছিলেন। তারপরই মনে করা হচ্ছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন তিনি। কিন্তু সব জল্পনায় জল ঢেলে মঙ্গলবার স্টোকস বলেন, “আমি বোলার হিসাবে নিজেকে তৈরি করছি। সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে খেলতে চাই। আইপিএল খেলছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলব না। এর ফলে চোট সারিয়ে আমি অলরাউন্ডার হিসাবে ক্রিকেটে ফিরতে পারব।”
৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট রয়েছে ইংল্যান্ডের।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি এই ফরম্যাটের ক্রিকেটে নামেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। দলে সুযোগ পাওয়ার ব্যাপারে একপ্রকার নিশ্চিতই ছিলেন তিনি।