বিশ্বকাপের পর টি ২০ তেও অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই চাইছে বিসিসিআই। বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে বিশ্রামেই রয়েছেন হিটম্যান। টি ২০ ফরম্যাটে মাঠে নামেননি তিনি। এদিকে টি ২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখতে চায় বোর্ড। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা হলেই সব জল্পনার অবসান হবে।
রোহিত আগে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে রাজি নন তিনি। এদিকে সাম্প্রিতক কাল টি ২০-তে অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়াও চোটের কারণে মাঠের বাইরে। এ অবস্থায় রোহিত রাজি না হলে ভরসা সূর্যকুমার যাদব।
Param-Piya: Kiff-এর সঞ্চালকের দায়িত্বে নেই পরমব্রত, তাহলে কি খুব শিগগির পিয়ার সঙ্গে হানিমুন?
দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতকে ১১ দিনের মধ্যে ২০ ওভার এবং ৫০ ওভার মিলিয়ে ছ’টি ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপে পুরোদমে খেলার পর রোহিত এই চাপ নিতে রাজি কি না, সেটাই এখন প্রশ্ন।