বোর্ডের প্রস্তাবে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডে স্বস্তির হাওয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পদে বহাল থাকলেন সচিব জয় শাহ। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশে সংস্কার হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান। সংবিধানে একাধিক পরিবর্তন করা হয়েছিল। তার মধ্যে ছিল কুলিং অফ। রাজ্য ও বোর্ড মিলিয়ে কোনও পদাধিকারী ৯ বছর দায়িত্বে থাকতে পারতেন। টানা ৬ বছর সর্বাধিক থাকতে হত। এরপর ৩ বছর কুলিং অফ পিরিয়ড। সেই সময় রাজ্য ক্রিকেট প্রশাসনে থাকতে পারতেন না কর্তারা। এই নিয়মের পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে BCCI।
বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহদের আবেদন মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আর তিন বছর পর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে না। রাজ্য ও বোর্ড মিলিয়ে টানা ৬ বছর থাকার নিয়মও আর বলবৎ থাকবে না। তবে ৬ বছর সম্পূর্ণ হলে রাজ্য বা বোর্ডের পদ থেকে কুলিং অফ পিরিয়ডে যেতেই হবে। তার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহদের মেয়াদ আরও ৩ বছর বেড়ে গেল। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি ও সচিব থাকতে পারবেন তাঁরা।
বুধবার ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেন মহারাজ। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। সৌরভ যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি। বলেন, "সুপ্রিম কোর্টের ব্যাপার। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।" বোর্ডে স্বস্তি হলেও রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে অভিষেক ডালমিয়াকে। দ্রুত নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে পারে সিএবি।