দীর্ঘ ১৫ বছর পর ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা তৈরি হল! এর মাঝে বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হলেও ভারতীয় দল কোনওদিন পাকিস্তানে খেলতে যায়নি। ২০২৩ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টেই ভারত যেতে পারে ওই দেশে।
২০১১ সালে ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন দেশ মিলিয়ে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে মোহালিতে সেমিফাইনাল খেলেছিল ভারত-পাকিস্তান। ফের ২০২৩ সালে ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে দুই দেশের মধ্যে যাতায়াতের রাস্তা মসৃণ করতে চাইছে বিসিসিআই।
যদিও, এক্ষেত্রে শুধু বিসিসিআইয়ের ছাড়পত্রই যথেষ্ট নয়। লাগবে কেন্দ্রের সবুজ সংকেতও। জানা গিয়েছে, ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এর আগে গত আলোচনায় এই ইস্যু নিয়ে বোর্ড কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। বোর্ডের বর্তমান সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তিনি হাইকমান্ডের সঙ্গে কথা বলে ভারতীয় দলের পাক সফরে যাওয়ার ছাড়পত্র বের করে আনতে পারেন কি না সেটাই দেখার।