মহিলাদের দ্বিতীয় আইপিএলের সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে আইপিএল। বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে ২২ টি ম্যাচ।
প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। লিগ পর্বের প্রথম ১১টি ম্যাচ হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে লিগ পর্বের পরের ন’টি ম্যাচ এবং দু’টি প্লেঅফ ম্যাচ। দিল্লি পর্বের খেলাগুলি শুরু হবে ৫ মার্চ থেকে।
আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মার্চ।