শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রাখা হল হার্দিক পাণ্ড্যকে। তাঁর সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়কের পদ থেকে সরানো হল লোকেশ রাহুলকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি-র দলে রাখা হল না রোহিত শর্মাকে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দু’টি সিরিজ়েই দলে নেই ঋষভ পন্থ।
ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ৩ জানুয়ারি থেকে। মুম্বই, পুনে এবং রাজকোটে হবে ম্যাচ। তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু ১০ জানুয়ারি থেকে। তিনটি ম্যাচ হবে গুয়াহাটি, কলকাতা এবং তিরুঅনন্তপুরমে।