লিও মেসির কি আবার ফিরছেন তাঁর পুরনো ক্লাব বার্সেলোনায়? পরিবারের সদস্যদের নিয়ে সম্প্রতি বার্সেলোনায় গিয়েছেন মেসি। সঙ্গে রয়েছে ১৫টি সুটকেস্ তাই তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যেই স্টেডিয়াম সংস্কারের জন্য বিপুল অর্থ বিনিয়োগ করল বার্সা।
কাতালান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩,৬০০ কোটি টাকা খরচ করে ক্যাম্প নৌ সংস্কার করা হবে। কাজ শুরু হবে ১ জুন থেকে। ২০টি সংস্থার কাছ থেকে এই অর্থ পেয়েছে বাসা। কাজ শেষের পর আস্তে আস্তে অর্থ ফেরত দেওয়া হবে।
বার্সা জানিয়েছে, ৩৭৬২ কোটি টাকা খরচ করা হবে বাস্কেটবল ও হ্যান্ডবল স্টেডিয়ামের উন্নয়নে। পাশাপাশি, ১৮০ কোটি টাকা দেওয়া হবে জোহান ক্রুয়েফ স্টেডিয়ামের উন্নয়নে। এই স্টেডিয়ামে বার্সার রিজার্ভ দল খেলে।