বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়লেন তৌহিদ হৃদয়। মন জিতলেও ম্যাচ জিততে পারলেন না। বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ডোবাল তাদের। প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে ২১ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।ম্যাচের নায়ক দলের অধিনায়ক দাসুন শনাকা। এক ব্যাটার কম খেলানোর খেসারতও দিতে হল বাংলাদেশকে। এই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন ক্ষীণ থেকে ক্ষীণতর হল। অন্য দিকে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে রইল।
India vs Pakistan: পাকিস্তান ম্যাচে টিমে পরিবর্তন! অনুশীলনে কিপিং করলেন কে এল রাহুল, কে বাদ পড়বেন!
টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। টপ অর্ডারে কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি। শেষে ২২ বছর বয়সী তৌহিদ হৃদয়ের ৮২ রানের ইনিংস তাদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু তাতে শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। ৪৮.১ ওভারে ২৩৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।