বিশ্বকাপে এখনও পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধেই জয় এসেছে। এরপর তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে বাংলাদেশ। দলে ফিরেছেন শাকিব আল হাসান। শুরুটা ভালই হয়েছে তাঁদের। প্রথম ১০ ওভারের মধ্যেই দুই উইকেট তুলে নেওয়ায় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি-কক আউট না হলেও প্রথমেই শরিফুল ইসলামের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন রিজা হেনরিকস। ১২ রান করেন তিনি। ১ রান করে হাসান মিরাজ ফেরান ভ্যান্ডার ডাসেনকে। ডি-ককের সঙ্গে ক্রিজে আইডেন মারক্রম। এই জুটি ভাঙার অপেক্ষায় বাংলাদেশ।