ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে অপ্রীতিকর ঘটনা। গ্যালারিতে বাংলাদেশ সমর্থক 'টাইগার রবি'কে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দর্শকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশকে সমর্থন করতে সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে গ্যালারিতে পৌঁছে যান টাইগার রবি। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। এদিন কানপুরের গ্রিন পার্কের টেস্টেও পৌঁছে গিয়েছিলেন রবি।
সংবাদ মাধ্যমকে রবি অভিযোগ জানিয়েছে, পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে ওরা। তাঁর পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।
এই ঘটনার পরেই কানপুরের মাঠের পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তাঁরাই রবিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশকর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছেন।