৪৩ বছর বয়সে একরকম মিরাক্যলই বলা যায়। অস্ট্রেলিয়ান ওপেনের মেন ষ ডবলসের ফাইনালে রোহান বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে ফাইনালে উঠলেন বোপান্না।
প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন বোপান্না। বুধবারই জানা গিয়েছিল যে, তিনি বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হয়ে গিয়েছেন। ৪৩ বছর বয়সেও এমন ফিটনেসের রহস্য কী? বোপান্না বলছেন, নিয়মিত যোগাভ্যাসের ফলেই তিনি এখনও এত ফিট।
Hooghly News: পোষা হাঁসদের বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, শেষ দেখে ছাড়তে চান চুঁচুড়ার তিথি
অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে বোপান্না-এবডেন জুটি হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ঝিঝেন এবং চেক প্রজাতন্ত্রের টমাস মাচাককে।