তারকা হন অনেকেই, নায়ক কেউ কেউ। গ্র্যান্ডস্লাম জেতা কঠিন, কিন্তু মানুষের মন জেতা আরও কঠিন। সেটাই করেছেন নোভাক জকোভিচ। ইউএস ওপেন জিতে পুরস্কারের মঞ্চে ক্ষমা চাইলেন প্রতিপক্ষের কাছে, কারণ আজ মেদভেদেভের বিবাহবার্ষিকী যে! বিশেষ দিনে হারতে হল। জোকার জানান, তিনি দুঃখিত।
মঞ্চে দাঁড়িয়ে ২৫ বছরের রুশ তারকা ড্যামিয়েল মেদভেদেভকে জকোভিচ বলেন, “আমি যদি জানতাম আজ তোমাদের বিবাহবার্ষিকী, তাহলে চাইতাম ফলটা অন্য রকম হোক। চাইতাম তুমি এই ম্যাচটা জিতে নাও।”
এ বছরের ৩ নম্বর এবং সারা কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সার্বিয়ার তারকা।