বার্মিংহামের কমনওয়েলথ গেমস ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিম্পিকের ব্রোঞ্জজয়ী এর আগের দুটি কমনওয়েলথ গেমসে যথাক্রমে রুপো আর সোনা জিতেছিলেন। এই অলিম্পিকেও বজরং পুনিয়া সোনা জিতবেন বলে আশায় বুক বেঁধেছেন অগণিত ভারতীয় কুস্তিপ্রেমীরা। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৬৫ কেজিতে অংশগ্রহণ করবেন তিনি।
গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ফেভারিট হিসাবে শুরু করলেও শেষমেশ ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পুনিয়াকে। অলিম্পিক্সের শুরুতে সেরা হিসাবে শুরু করলেও প্রতিযোগিতা এগোনোর সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল যে, তিনি নিজের ফর্মের প্রতি যথেষ্ট সুবিচার করতে পারছেন না।
কমনওয়েলথ গেমসে কুস্তিগির বজরং পুনিয়ার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে, ব্রিটেন তাঁর ভিসা মঞ্জুর করায় সেই অনিশ্চয়তা কেটেছে হপ্তাখানেক আগেই।
বিশেষজ্ঞদের মতে, গতবারের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস জয়ী বজরং পুনিয়া ইতিমধ্যেই তাঁর অতিরিক্ত রক্ষণাত্মক ভঙ্গি সহ অন্যান্য অন্তর্বর্তী সমস্যা কাটিয়ে উঠে রীতিমত চাঙ্গা। আমেরিকায় প্রশিক্ষণ নিতে যাওয়ার আগেও তিনি জানিয়েছিলেন নিজের মধ্যে নতুন উদ্যম টের পাওয়ার কথা। যা ২০১৮-১৯ মরসুমে সঙ্গী ছিল তাঁর।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য রীতিমত কসরত করতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়নকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ ব্যবধানে জিতে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। এই মুহূর্তে আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে দিনরাত এক করে পরিশম করে চলেছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়কে 'পাখির চোখ' করা এই ভারতীয় কুস্তিগির।