শনিবার আহমেদাবাদে ক্রিকেটের মহারণ । ২২ গজে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (IND VS PAK) । বিশ্বকাপে (ICC World Cup 2023 ) ইতিমধ্যেই প্রথম দু'টি ম্যাচে জয় পেয়েছে ভারত । এদিকে পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার অর্থাৎ বাবর আজম, শাহিন আফ্রিদি মতো ব্যাটাররা সেভাবে ফর্মে নেই । তাই, বলা চালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারত । তবে, তার মধ্যেও ভারতের চিন্তা কারণ হতে পারেন পাক উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান ।
বিশ্বকাপে বেশ ফর্মেই রয়েছেন রিজওয়ান । আগের দু'টো ম্যাচে ভাল রান পেয়েছেন তিনি । স্পিন ও ফাস্ট বোলিংয়েও দক্ষ । উইকেটরক্ষক হিসেবে তাঁর যে পারফরম্যান্স রয়েছে, তাতে চাপে পড়ে যেতে পারে ভারত । তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রিজওয়ানকে মাথায় রেখে ম্যাচের পরিকল্পনা করতে হবে রোহিত শর্মাদের ।
আরও পড়ুন, ICC World Cup 2023 : ফর্মে নেই বাবর, তবে ভারতের চিন্তা বাড়াচ্ছে অন্য পাক ক্রিকেটার
এদিকে, এবার বিশ্বকাপ শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি । তবে, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচের দিন একটি জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে । BCCI সম্প্রতি, তাঁদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, ভারত-পাক ম্যাচের আগে আহমেদাবাদ স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান করবেন অরিজিৎ সিং। অনুষ্ঠানে গান গাওয়ার কথা প্রতিভাবান গায়ক শঙ্কর মহাদেবনেরও।