অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্য়ালবান্স। ইজরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধে নিহত নিরীহ নাগরিকদের হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। তাঁর এই প্রতিবাদকেই সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
সাধারণ মানুষের পাশে থাকা যে সাহস দেখিয়েছেন উসমান তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী অ্য়ালবান্স। এবং পুরো অস্ট্রেলিয়া দল যে তাঁকে সমর্থন করেছেন সে বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আমি উসমান খাজাকে শুভেচ্ছা জানাতে চাই কারণ সাধারণ মানুষের পাশে রয়েছেন। তিনি নিরীহ মানুষের পাশে রয়েছেন।"
প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধে মৃত্যু হয়েছে অসংখ্য সাধারণ মানুষের। তার প্রতিবাদে মানবাধিকারের স্লোগান সম্বলিত জুতো পরে টেস্ট খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তি ICC-র কর্তারা ওই জুতো পরে খেলতে অনুমতি দেননি। যদিও তিনি ফের প্রতিবাদে সামিল হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের দুই মেয়েন নামাঙ্কিত জুতো পরে খেলতে নেমেছিলেন।