কাজে আসল না বাজবল তত্ত্ব । অ্যাসেজে প্রথম টেস্টে হার ইংল্যান্ডের । দুই উইকেটে জিতে সিরিজে (Aus vs Eng) ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন অজিরা । সোমবারে খেলার পর দু'পক্ষের কাছেই জেতার সুযোগ ছিল । কিন্তু শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া । ৮ উইকেটে ২৮২ রান তুলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া (England vs Australia )।
বৃষ্টির জন্য টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হয় । পঞ্চম দিনের খেলায় প্রথম থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা । কিন্তু, তার মধ্যেই রান ধরে রেখেছিলেন খোয়াজা-ক্যারি জুটি । কিন্তু, খোয়াজা আউট হতেই ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া । তখন অস্ট্রেলিয়ার জিততে বাকি ৭২ রান । আর ইংল্যাণ্ডের তিন উইকেট । ম্যাচ প্রায় নিজেদের হাতের মুঠোয় করেই নিয়েছিলেন স্টোকসরা । কিন্তু, স্টোকসের ক্যাচ মিস, অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের পাল্টা আক্রমণ জয় এনে দিল অস্ট্রেলিয়াকে ।
আরও পড়ুন, SAFF Cup 2023: বুধবার সাফ কাপে ভারত-পাকিস্তান ম্যাচ, কখন ও কীভাবে দেখবেন খেলা