বাঙালির হেডে ইন্ডিয়ান সুপার লিগে জয়ে ফিরল মোহনবাগান। বৃহস্পতিবার সবুজ মেরুণকে ৩ পয়েন্ট এনে দিলেন শুভাশিস বসু। যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে জিতল কলকাতারওহ এই ক্লাব। দশ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় দু' নম্বরে এটিকে মোহনবাগান।
ডার্বিতে জয়, মুম্বইয়ের সঙ্গে ড্র, তাই লক্ষ্মীবারের ম্যাচ থেকে সবুজ মেরুণের ৩ পয়েন্ট খুব জরুরি ছিল। গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রড্রিগেজ। তার জায়গা ভরাট করতে এদিন জনি কাউকো, এবং দীপক টাংরিকে খানিকটা পেছন দিক থেকে ব্যবহার করেছিলেন বাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো।
দুর্বল নর্থ ইস্টের বিরুদ্ধে দাপিয়ে শুরু করেন লিস্টন, মনভিররা। ম্যাচের ৩৫ মিনিটে বুমোর পাস থেকে বাগানকে এগিয়ে দেন লিস্টন।
প্রথমার্ধে ১-০ এগিয়ে দ্বিতিয়ার্ধ শুরু করে সবুজ মেরুণ। ৫৫ ও ৬৫ মিনিটে দুটি সুযোগ নষ্ট করেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোষ। হঠাৎ করেই ৮১ মিনিটে ম্যাচে ফেরে নর্থ ইস্ট। ইভান্সের গোলে সমতায় ফেরে পাহাড়ের এই দল। কিন্তু সমতলে তাদের জন্য হয়তো অন্যকিছুই অপেক্ষা করছিল। ৮৯ মিনিটে বাগানের ত্রাতা হন সুভাশিস। ব্যক্তিগত ৯৯ তম ম্যাচে দলকে ৩ পয়েন্ট এনে দিলেন।
পেত্রাতোষের ক্রস থেকে হেড করে গোল করেন শুভাসিস। উল্লাসে ফেটে পড়ে যুবভারতী।