৯০ মিনিটের মাথায় গোল খেয়ে স্বপ্ন অধরা সবুজ মেরুণের। আইএসএল এর শীর্ষে ওঠা হল না এটিকে মোহন বাগানের। খেলার একেবারে শেষ মুহূর্তে হায়দরাবাদের হয়ে সমতা ফেরালেন সিভেইরো। ম্যাচের ফলাফল ২-২।
খেলার একেবারে শুরুতেই এক মিনিটের আগেই দুরন্ত গোলে সবুজ-মেরুনকে এগিয়ে দিলেন উইলিয়ামস। আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি। ১৮ মিনিটের মাথায় সবুজ মেরুণের গোলরক্ষক অমরিন্দরের ভুলেই গোল শোধ করলেন ওগবেচে।
খেলার দ্বিতিয়ার্ধে ৬৪ মিনিটে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন জনি কাউকো। ৯০ মিনিটের মাথায় খেলা শেষ হওয়ার ঠিক আগে সিভেইরোর গোল পাল্টে দিল সব হিসেব। ম্যাচ শেষ হল দু'পক্ষের ড্র দিয়ে।