এএফসি কাপে খেলতে পারবে না এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) । ৭ সেপ্টেম্বর যুবভারতীতে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল বাগানের । তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা । তার জেরে এবার আর এএফসি কাপে খেলা সম্ভব হচ্ছে না মোহনবাগানের (ATK can't play afc cup ) ।
এএফসি কাপে খেলতে না পারার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেই দায়ী করেছে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত । তাঁর কথায়, এআইএফএফ-এর দায়িত্বজ্ঞানহীনতার জন্য আজ এই দিন দেখতে হচ্ছে তাঁদের । ভারতীয় ফুটবলে এটা একটা অন্ধকার দিন । এআইএফএফ কর্তাদের ক্ষমতা ধরে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হল ।
সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল ২৪ সেপ্টেম্বর । এই পরিস্থিতিতে সেই ম্যাচও না হওয়ার সম্ভাবনাই বেশি । এছাড়া, অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়েও তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা । ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘নির্বাসনের অর্থ হল, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না । এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।’যদিও, ফিফার তরফে বলা হয়েছে,ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । ইতিবাচক সমাধানের আশায় রয়েছে তারা ।