হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচের জের। বিদ্যুৎ বিভ্রাটে পড়ে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এবার সেই ঘটনা এড়াতে পিছিয়ে গেল কলকাতা ডার্বির হাইভোল্টেজ ম্যাচ। মোহন-ইস্টের ম্যাচ নির্ধারিত সময় ৭:৩০টা থেকে পিছিয়ে গেল আরও ২০ মিনিট। ফলে ডার্বির হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে হতে সন্ধ্যে ৭:৫০টা হবে বলেই খবর।
আইএসএলের গত চারটি ম্যাচ হয়েছে গোয়াতে। এবারের আইএসএলে কলকাতায় এই প্রথম ম্যাচ। ফলে যাবতীয় বিপত্তি এড়াতে আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হল বলেই খবর।
আরও পড়ুন- India Vs South Africa T20 WC : T20 বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ, রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত
ইতিমধ্যেই যুবভারতীতে ভিড় করেছেন মোহন-ইস্টের হাজার-হাজার সমর্থক। প্রিয় দলের খেলা দেখতে উদ্গ্রীব সকলেই। তবে দুই দলের সমর্থকদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেই খবর। এই খবরে কিছুটা চিন্তায় দুই দলের সমর্থকরা। দুর-দুরান্ত থেকে আসা সমর্থকরা বাড়ি ফিরবেন কীভাবে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় এখন দুই দলের সমর্থকরাই।