দুর্ধর্ষ জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শ্রীলঙ্কার দল ব্লু স্টার এসসি'কে (Blue Star SC) হারাল ৫ গোলে! এএফসি কাপের (AFC cup) প্রাক যোগ্যতা নির্ণায়ক ম্যাচে এটিকে'র বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না শ্রীলঙ্কার এই ফুটবল দল। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ডিফেন্স। ৫-০ ব্যবধানে জিতে গেল সবুজ মেরুন ব্রিগেড (ATK beat Blue star by 5-0)। দুটি করে অনবদ্য গোল করলেন জনি কাউকো এবং মনবীর সিং।
একটি গোল করলেন ডেভিড উইলিয়ামস। ম্যাচের ২৪ মিনিটেই প্রথম গোল করে সবুজ মেরুনকে (ATK Mohun Bagan) এগিয়ে দেন জনি কাউকো। তারপর গোটা ম্যাচে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। আগামী ১৯ এপ্রিল এটিকে মোহনবাগানের পরের ম্যাচ আবাহনী ঢাকার সঙ্গে।
আরও পড়ুন: বন্দুকবাজের হানা নিউ ইয়র্কের ব্রুকলিনের সাবওয়েতে, গুলিবিদ্ধ ৫ জন
মঙ্গলবার ম্যাচের একদম শুরু থেকেই ব্লু স্টারের ওপর চাপ তৈরি করে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বল পজেশনে এগিয়ে থেকে ক্রমাগত আক্রমণ শানাতে থাকে বিপক্ষের বক্সে। কাউকো করেন প্রথম গোলটি। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে উঠে এসেছিলেন বুমোস (Bumos)।
তাঁর শট বিপক্ষের ডিফেন্ডার আটকে দিলে ফিরতি বল বুক দিয়ে নামিয়ে শট করেছিলেন মনবীর। সেটিও আটকে যায়। সেই বল আবার যায় জনি কাউকোর কাছে। ঠান্ডা মাথায় বল জালে জড়ান ইউরো কাপ খেলা ফুটবলার।
দ্বিতীয়ার্ধেও তেমনভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ব্লু স্টার (Blue Star SC)। উলটে আরও দু’টি গোল হজম করতে হয় তাদের। ব্লু স্টারের রক্ষণের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেন মনবীর এবং উইলিয়ামস। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ফের আরও একটি গোল করে ম্যাচের ৭৭ মিনিটে।
মাঝ মাঠে বুমোসের থেকে বল পেয়ে ডান প্রান্ত ধরে উঠে এসেছিলেন মনবীর। বক্সে ডেভিড উইলিয়ামসকে তখন ঘিরে রেখেছিলেন তিন জন ডিফেন্ডার। কিন্তু সবাইকে পেরিয়ে অসামান্য দক্ষতায় অতি অনায়াস গোল পেয়ে যান অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার। খেলার ৮৯ মিনিটে বুমোসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মনবীর।