মুম্বই সিটির বিরুদ্ধে ড্র (Draw) করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ৯০ মিনিটের শেষে খেলার ফলাফল ১-১।
রক্ষণের ভুলে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় গোল খেল মুম্বই। জাহুর পা থেকে বল কেড়ে নিয়ে উইলিয়ামসকে পাস বুমোসের। বল জালে
প্রীতমের আত্মঘাতী গোলে সমতা ফিরল ২৪ মিনিটে। খেলার দ্বিতীয়ার্ধ ছিল গোল শুন্য।
প্রথম সাক্ষাতে মুম্বইয়ের কাছে পাঁচ গোল খেয়েছিল এটিকে মোহনবাগান। আগের ম্যাচে লাল হলুদকে তিন এক গোলে হারালেও মুম্বই এফসি-র বিরুদ্ধে জেতা হল না সবুজ মেরুনের।
আপাতত লিগ টেবিলের (League Table) ৫ নম্বরে আছে এটিকে মোহনবাগান। তাদের পয়েন্ট ১৩ ম্যাচ খেলে ২০। ৬ নম্বরে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে তারা পেয়েছে ১৯ পয়েন্ট। দুটি দলই শেষ চারে যাওয়ার প্রবল দাবিদার