শনিবার মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। এই মুহূর্তে আইএসএলের সবথেকে সেরা দল মুম্বই সিটি এফসি। ম্যাচে খেলতে নামার আগে এটিকে দলে তা নিয়ে ভাবনাচিন্তাও চলছে। মুম্বই সিটি এফসি দল দুর্দান্ত ফর্মে রয়েছে। একটা ম্যাচেও হারেনি তারা। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তাই এই মুহূর্তে মুম্বই সিটিকে হারানো যে এটিকে-র কাছে বড় চ্যালেঞ্জের ব্যাপার, তা নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা।
এখনও পর্যন্ত এটিকে মোহনবাগান হারাতে পারেনি মুম্বাই সিটি এফসিকে। তবে শনিবার তাদের হারানোর ব্যাপারে দারুণ আশাবাদী সবুজ-মেরুন। স্লাভকো এবং গ্যালেগো'র দলে যোগ দেওয়াটাকে এই মুহূর্তে বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করছে টিম-ম্যানেজমেন্ট। এই মুহূ্র্তে এটিকে দলে গোল করার একাধিক লোক আছে। কোনও নির্দিষ্ট কারও ওপর নির্ভর করতে হবে না।