কে হবে ২০২২ এর কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন? গোটা বিশ্ব এখন সেই উত্তরে অপেক্ষায়। আগামী রবিবার ফাইনালে মুখোমুখি মেসি-এমব্যাপে।
‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ (Modern Nostradamus) নামে পরিচিত অ্যাথোস সালোমি-র ভবিষ্যদ্বাণী নাকি ভুল হয় না। ফাইনালে কোন কোন দলের পা রাখার সম্ভাবনা রয়েছে জানিয়েছিলেন, মিলে গিয়েছে। ব্রাজিলের ফাইনালে না ওঠার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।
১৮ ডিসেম্বর সত্যিই করে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। বিজয়ী দল নিয়েও অ্যাথোস ভবিষ্যদ্বাণী করে রেখেছেন। তাঁর কথা মেনে কাতারে শেষ হাসি হাসবে কোন দল?
অ্যাথোসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে স্বপ্নভঙ্গ হতে চলেছে মেসির। কেরিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালি ট্রফি উপহার দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। মেসি-আলভারেজদের হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ যাবে আইফেল টাওয়ারের দেশে। যদিও ফুটবল আসলে ৯০ মিনিটের এক শিল্প। ভবিষ্যদ্বাণী শুনে ফেলেও ম্যাজিক কিছু কমে না। তাই মেসি-এমব্যাপের দ্বৈরথ দেখতে মুখিয়ে গোটা বিশ্ব।