Indonesia Football Death: দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ১৭৪ জনের মৃত্যু

Updated : Oct 09, 2022 10:52
|
Editorji News Desk

ফুটবল ম্যাচ ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা ইন্দোনেশিয়ায়। দু'দলের সমর্থকদের সংঘর্ষে ভারতীয় সময় সকাল ৮ টা নাগাদ মৃতের সংখ্যা ছিল ১২৭ জন। সকাল ১০.৩০ নাগাদ মৃতের সংখ্যা বেড়ে হয় ১৭৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশু এবং পুলিশও রয়েছে। আহত হয়েছেন ১৮০ জন। ঘটনাটি পূর্ব ইন্দোনেশিয়ার কানজুরুহা স্টেডিয়ামের।

শনিবার জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে একটি ম্যাচ ছিল। যে ম্যাচে ২-৩ গোলে হেরে যায় আরেমা। পার্সিবায়া ঘরের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ায় দু'দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা শুরু হয়। যা ক্রমেই ভয়াবহ আকার নেয়।

পূর্ব জাভা প্রদেশের ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান নিকো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় ১২৭ জন মারা গিয়েছেন। যাঁদের মধ্যে দু'জন পুলিশের কর্মকর্তা। স্টেডিয়ামের ভিতরে দাঙ্গার কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়েছে।  

শনিবার গভীর রাতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। এক বিবৃতিতে এই অ্যাসোসিয়েশন জানিয়েছে, খেলার পর ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করতে ইতিমধ্যেই মালাংয়ে রওনা দিয়েছে একটি দল। 
 

 

IndonesiaFootball match

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও