এশিয়ান গেমসের (Asian Games 2023 ) পঞ্চম দিনে ভারতের জন্য প্রথম পদক । এবার উসুতে মেডেল পেল ভারত । ঝুলিতে আরও একটা রুপো (Silver) । ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী নাওরেম জিতেছেন রুপো । এই নিয়ে ভারতের ঝুলিতে এখন ২৩টি মেডেল ।
একটুর জন্য উসুতে সোনা হাতছাড়া হল ভারতের । ফাইনালে চিনের কাছে ০-২-তে হেরে গিয়েছেন রোশিবিনা দেবী । এশিয়ান গেমসে রোশিবিনা দেবীর এটা দ্বিতীয় মেডেল । এর আগে ২০১৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি ।
আরও পড়ুন, Asian Games 2023 : সেই শুটিং থেকেই ভারতের ষষ্ঠ সোনা, ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে জয়
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সকাল আরও একটা সোনাও এসেছে ভারতের ঘরে । ১০ মিটার দলগত এয়ার পিস্তলের দলগত ইভেন্টে জয় পেয়েছে ভারতের সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা, শিবা নরওয়াল ।