অপেক্ষায় প্রহর গুনছে গোটা বাংলা। এশিয়ান গেমসে জিমন্যাস্টিকের দুই বিভাগের ফাইনালে বাংলার মেয়ে প্রণতি নায়েক। জোড়া পদকের হাতছানি প্রণতির সামনে। ভল্ট এবং অল রাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন তিনি।
সাবডিভিশন ৩-এ প্রণতি সেরা আট জনের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে ভল্টের ফাইনালে ওঠেন। তাঁর মোট পয়েন্ট ১২.৭১৬। অল রাউন্ড বিভাগে ২৩ নম্বরে ছিলেন, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি বিভাগে একটি দেশ থেকে সর্বাধিক দু’জন জিমন্যাস্ট ফাইনালে উঠতে পারেন। ফলত, বহু দেশ থেকেই একজন করে প্রতিযোগী বাদ হয়ে যাওয়ায় ফাইনালে জায়গা করে নেন প্রণতি। ফাইনাল আগামী বুধবার।
Asian Games 2023: পোডিয়ামে বাজছে জাতীয় সঙ্গীত, সোনা জিতে চোখে জল স্মৃতির, কেন এমন হল জানালেন নিজেই
২০২১ এর অলিম্পিক্সের প্রথম রাউন্ডেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার মেয়ে প্রণতির। এবার অবশ্য কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন প্রণতি। জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।