বুধে এশিয়ান গেমসে (Asian Games 2023 ) আরও একটি পদক এল ভারতের ঘরে । তাও আবার শুটিংয়ে । এবার স্কিট শুটিংয়ের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ছেলেরা । দলে ছিলেন অনন্ত জিত সিং নারুকা, গুরজোয়াত সিং খাঙ্গুরা এবং অঙ্গদ বীর সিং বাজওয়া । মোট ৩৫৫ স্কোর করেছেন তাঁরা । তার মধ্যে ১২১ স্কোর করেছেন অনন্ত । ব্যক্তিগত ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি ।
অন্যদিকে, সেলিং-এর পুরুষ বিভাগে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন বিষ্ণু সারাভানান । পুরুষ সেলিং-এর ডিঙ্গি ILCA 7 ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন বিষ্ণু। ঝুলিতে সংগ্রহ করেছেন ৩৪ নেট পয়েন্ট। সেলিং-এ এখনও পর্যন্ত তিনটি মেডেল এসেছে ভারতের ঘরে ।
আরও পড়ুন, Asian Games 2023: এশিয়ান গেমসে দিনভর ভাল খবর, সেলিং-এ ব্রোঞ্জ জয় বিষ্ণু সারাভানানের
বুধবার সকাল থেকেই এখনও পর্যন্ত দু' টি সোনা এসেছে ভারতের ঘরে । চিনের মাটিতে মেয়েরাই এদিন ভারতকে এনে দিয়েছেন সোনা । রুপো ও ব্রোঞ্জ মেডেলও জেতে ভারত ।