এশিয়ান গেমসের একাদশতম দিনে ভারতের হয়ে প্রথম পদক এল রেস ওয়াকের মিক্সড ইভেন্টে। ৩৫ কিমির রেস ওয়াকে ব্রোঞ্জ পদক জিতলেন মঞ্জু রানি, এবং রাম বাবু।
এটি এশিয়াডে ভারতের ৭০ তম মেডেল।
বুধবারই এশিয়ান গেমসে খেলতে নামছেন নীরজ চোপড়া, লাভলিনারা, স্বাভাবিক ভাবেই তাঁদের নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ।