দিনের প্রথম মেডেল । আবারও শুটিংয়ে । এশিয়ান গেমসের (Asian Games 2023 ) মঞ্চে আবারও মেয়েদের জয়জয়কার । মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো (Silver) জিতলেন ভারতীয় মেয়েরা । ভারতকে গর্বিত করেছেন এষা সিং, পলক ও দিব্যা থাড়িগোল । এষা ও পলক দু'জনেই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য খেলবেন ।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা জিতেছে চিন । তাঁদের সংগ্রহ ১৭৩৬ পয়েন্ট । আর ভারতের পয়েন্ট হল ১৭৩১ । একটুর জন্য সোনা হাতছাড়া হল ভারতের । তবে, পুরুষ বিভাগে শুটিংয়ে এসেছে সোনা ।
আরও পড়ুন, Asian Games 2023 : শুটিং -এ ফের সোনা, রাইফেলের ট্রিপিল পজিশনের দলগত ইভেন্টে জয় ভারতের
শুক্রবার প্রথম সোনা এল ছেলেদের ৫০ মিটার রাইফেলের ট্রিপিল পজিশনের দলগত ইভেন্টে। এদিন দেশের হয়ে সোনা জিতলেন স্বপনীল খুসলে, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান। ১৭৬৯ পয়েন্ট পেয়ে সোনা জয় ভারতীয় দলের।