এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চ । পোর্ডিয়ামে দাঁড়িয়ে তিন ভারতীয় শুটার । তিনজনের গলাতেই গোল্ড মেডেল । মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar), ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (Aishwary Tomar) , রুদ্রাংশ পাটিল । তখন চিনের মাটিতে বাজছে ভারতের জাতীয় সঙ্গীত । তাঁদের সামনে উড়ছে ভারতের পতাকা । ভারতের জন্য গর্বের মুহূর্ত । আর 'সোনা' ছেলেদের কাছে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয় । দেশের জন্য সোনা জেতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বারবার বলার ভাষা হারিয়ে ফেলছেন দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর-রা ।
ঐশ্বর্য প্রতাপ সিং তোমর জানাচ্ছেন, এটা খুব স্পেশাল মেডেল । আর এটা কোনও সাধারণ সোনা নয়, একই সঙ্গে বিশ্ব রেকর্ড করেছেন তাঁরা, যা তাঁদের মেডেলকে আরও ,স্পেশ্যাল করে তুলেছে । এদিন, ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য । দেশের জন্য সোনা জিতে অভিভূত দিব্যাংশও । তাঁর কথায়, "যখন আমি জানতে পারি, ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছি আমরা, এটা তখন আমার কাছে অপ্রত্যাশিত আনন্দ ছিল বলা যেতে পারে ।" উল্লেখ্য, এদিন, ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছে ভারত, যা বিশ্ব রেকর্ড ।
আরও পড়ুন, Asian Games 2023 : এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, বিশ্ব রেকর্ড ভারতীয় শুটারদের
চিনের মাটিতে যখন ভারতে জাতীয় সঙ্গীত বাজছে, আর তাঁরা পোর্ডিয়ামে দাঁড়িয়ে ছিলেন, তখন কেমন লাগছিল ? ঐশ্বর্যর কথায়, এই অনুভূতির কোনও বিকল্প নেই । যে কোনও ক্রীড়াবিদের জন্য এটি সবচেয়ে গর্বের মুহূর্ত । অন্যদিকে, একই বক্তব্য দিব্যাংশও । সেই অনুভূতি নিজের ভাষায় প্রকাশ করতে পারেননি তিনি ।
উল্লেখ্য, সোনা জয়ের পাশাপাশি রোয়িং থেকে আরও এক ব্রোঞ্জ জিতেছে ভারত। মেন্স ফোর বিভাগে ব্রোঞ্জ জিতছেন ভারতের যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস। এছাড়া, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমার । ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টের ব্রোঞ্জ ভারতের। ভারতের এই দলে আছেন বিজয়বীর সিধু, আশিস এবং আদর্শ সিং ।