দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপরই এই নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে। ওয়ানডে টিম নেতা কে এল রাহুল ও টি২০ টিমে নেতৃত্বে সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে বাইরে আছেন। তিনি টিমে যোগ দিলে কতটা বদলাবে সমীকরণ! তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন আশিস নেহরা।
নেহরা জানান, এখনও T20 বিশ্বকাপের অনেকটাই বাকি। কে অধিনায়ক হবেন জানেন না তিনি। তবে হার্দিক চোট সারিয়ে ফিরলে কী হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করছেন তিনি। নির্বাচকদেরও এই সময়টা একটু সাবধানী সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন নেহরা।
বিরাট-রোহিত যদি T20 বিশ্বকাপে খেলতে চায়, সেই সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন নেহরা। জিও সিনেমার একটি সাক্ষাৎকারে নেহরা জানিয়েছেন, রোহিত বা বিরাটের মতো ক্রিকেটার যদি ফিরতে চায়, ওদের ফর্ম নিয়ে কেউ প্রশ্ন করবে না। ওরা টিমের প্রথম একাদশেই থাকবেন বলে দাবি নেহরার।