Arun Lal gets Married: চারহাত এক হল অরুণ-বুলবুলের, জমজমাট বিয়েতে সাহা পরিবারে চাঁদের হাট

Updated : May 02, 2022 22:00
|
Editorji News Desk

অবশেষে চার হাত এক হল অরুণ লাল-বুলবুলের। মঙ্গলবার এই দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে ধুমধাম করেই সম্পন্ন হয়। ইতিমধ্যেই রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে অরুণলাল-বুলবুলের (Arun Lal-Bulbul Saha)। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাত্রী। তিনি লিখেছেন, "অফিশিয়ালি মিসেস লাল, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।" ক্যানসারের মতো মারণ রোগকে হারিয়ে ভারতের প্রাক্তন ওপেনার ফিরে এসেছেন। সেই কঠিন লড়াইয়ে পাশে ছিলেন বুলবুল।

পেশায় স্কুলশিক্ষিকা বুলবুল সাহা(Bulbul Saha)। গত ৬ বছর শিয়ালদহের একটি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তিনি। তার আগে প্রায় সাড়ে আট বছর অন্য স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন বুলবুল। তাঁর বর্তমান বয়স ৩৭। সম্প্রতি তাঁদের গায়ে-হলুদের অনুষ্ঠান(Haldi Ceremony) হয়েছে। সোমবার রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হয়। জানা গিয়েছে,সৌরভ গঙ্গোপাধ্যায় বুলবুলের পারিবারিক বন্ধু। তাই বিয়েতে আসতে পারেন তিনিও।

১৯৮৯-৯০ সালে রঞ্জি দলে বাংলা টিমের সদস্য ছিলেন অরুণ লাল(Arun Lal)। তাঁর মাটি কামড়ে পড়ে থাকার সেই ইনিংস আজও ময়দানে রূপকথার মতো। মারণরোগ ক্যানসার থাবা বসিয়েছিল শরীরে। কিন্তু সেই লড়াই থেকেও ফিরে এসেছেন তিনি। এক বন্ধুর মাধ্যমেই বুলবুলের সঙ্গে কলকাতায় আলাপ হয় অরুণ লালের। অবশেষে ৬৬ বছর বয়সে চার হাত এক হতে চলেছে অরুণ লাল ও বুলবুলের(Arun Lal-Bulbul Saha)।

Arun Lal Wedding Ceremony

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও